৳ 0.00

  • Item

চুলে জট পাকানো রোধ করতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন!

 চুলে জট পাকানো রোধ করতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন!

নেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা বড়, ঘুম থেকে ওঠার পর চুল এলোমেলো এবং জট পাকানোই দেখতে লাগবে। আমাদের সবারই কমবেশি প্রতিদিন জট পাকানো চুলের মুখোমুখি হতে হয়। আর যদি লম্বা চুল হয়; তবে তো কথাই নেই। জট ছাড়াতে গিয়ে অনেক সময় লেগে যায়। তার উপরে আছে জট ছাড়াতে গিয়ে চুল ছিঁড়ে যাওয়ার পেইন। ড্রাই ও ড্যামেজ চুলে কিন্তু জট বেশি হয়। তাই আমাদের চুলটাকে হেলদি রাখা খুবই ইম্পরট্যান্ট। কীভাবে চুলে জট পাকানো রোধ করবেন সেটা নিয়েই আমার আজকের টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই, চুলে জট পাকানো রোধ করতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস।

চুলে জট পাকানোর কারণগুলো আগে জেনে নিন
আচ্ছা, চুলে জট পাকানো রোধের আগে, চুলে জট কেন পাকায় সেটা জেনে নেওয়াটা জরুরী। চুলে জট পাকানোর কারণগুলো হচ্ছে-

চুলে হাইড্রেশনের অভাব 
যখন চুলে হাইড্রেশনের অভাব থাকে, তখন আপনার চুলের ঘর্ষণ আপনার চুলে জটের সৃষ্টি করে। হাইড্রেশনের অভাবে আপনার হেয়ার শ্যাফটের আউটার লেয়ার ভেঙে যায়, যার ফলস্বরূপ চুল রুক্ষ ও ক্ষতিগ্রস্থ হয়।

ভেজা চুলে ঘুমানো 
চুলে জট পাকানোর অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে ভেজা চুলে ঘুমানো। কারণ, ভেজা চুল অনেক বেশি ভঙ্গুর থাকে। তাই এটা সহজেই জট পাকিয়ে যায় এবং ভেঙে যায়।

নিয়মিত চুল না আঁচড়ালে 
চুলে জট পাকানোর সবথেকে বড় কারণ হচ্ছে নিয়মিত চুল না আঁচড়ানো। কারণ, নিয়মিত চুল আঁচড়ালে যেমন চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, তেমনি চুলে প্রচন্ড আকারে জট পাকানো এবং ছিঁড়ে যাওয়া রোধ হয়।

চুলের আগা ট্রিম না করলে
অনেক লম্বা সময় ধরে চুলের আগা ট্রিম না করলে চুলে এক সময় আগা ফাটা দেখা যায় এবং চুল অনেক বেশি ফ্রিজি হয়ে যায়। চুলের আগা কাটতেই হবে। কারণ আগেই বলেছি, ফ্রিজি এবং ড্রাই চুলেই জট বেশি পাকায়।

চুলের কিউটিকল ড্যামেজ হলে 
টানা হিট স্টাইলিং টুলস ব্যবহারের ফলে আমাদের হেয়ার শ্যাফট ভেঙে যায় এবং চুল দূর্বল হয়ে যায়। হিট স্টাইলিং টুলস আমাদের চুলের কিউটিকলস ড্যামেজ করে দেয়। যার ফলে চুল সহজেই জট পাকিয়ে যায়।

এই তো গেল চুলে জট পাকানোর কারণ। এবার আসি কীভাবে চুলে জট পাকানো রোধ করতে পারি সে বিষয়ে।

এটি রোধ করার টিপস জেনে নিন 
১. চুলে কন্ডিশনার ব্যবহার
আলসেমির কারণে হোক বা সময়ের অভাবে হোক; অনেকেই দেখা যায় চুলে শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করেন না। শুধুমাত্র শ্যাম্পুর ব্যবহারই চুলের জন্য যথেষ্ট নয়। কন্ডিশনার ব্যবহারের ফলে চুল অনেক বেশী স্মুথ হয়ে যায়। কন্ডিশনার চুলকে সফট আর স্মুথ বানানোর ফলে চুলে সহজেই জট পাকিয়ে যায় না। তাই অবশ্যই শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগাতে ভুলবেন না।

২. মোটা দাঁতের চিরুনি ব্যবহার
ডিট্যাঙ্গলিং ব্রাশের ব্যবহার দেখাচ্ছে

চিকন দাঁতের চিরুনির থেকে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা চুলের জন্য ভালো। কারণ, মোটা দাঁতের চিরুনিগুলো চুল না ছিঁড়েই সহজেই চুলের জট খুলে দিতে পারে। এছাড়া আজকাল চুলের জন্য হেয়ার ডিট্যাঙ্গেলার ব্রাশ কিনতে পাওয়া যায়, যেগুলা চুলের জট ছাড়ানোর জন্য খুবই ভালো কাজ করে।

৩. চুলে জট বাধায় না এমন প্রোডাক্টস ব্যবহার করা
মার্কেটে বিভিন্ন ধরনের হেয়ার সিরাম, স্প্রে, কন্ডিশনার পাওয়া যায়, যেগুলো জট পাকানো চুলের জন্য ভালো কাজ করে। এইসব প্রোডাক্টস চুলকে সফট এবং স্মুথ করে এবং জট পাকানো রোধ করে। যদি চুলে জট পাকিয়েও যায়, তবে এই ধরনের প্রোডাক্ট একটু নিয়ে চুলে লাগিয়ে ফেলুন। এরপর চিরুনি এর সাহায্যে চুল ব্রাশ করুন। দেখবেন, খুব সহজেই জট খুলে এসেছে।

For You

WhatsApp